আমুদরিযা নিউজ ব্যুরো: তিনি আইপিএস অফিসার হওযার পর থেকেই আপসহীন। অন্যায় অনুরোধ কখনও মানেননি। যখন যে জেলায় এসি হয়েছেন, অপরাধীরা ভয়ে কেঁপেছে। এমনকী, প্রায় ৫ বছর মুম্বইয়ে অ্যান্টি নার্কোটিক সেলের দায়িত্ব থাকার সময়ে সেখানে একাধিক গ্যাংয়ের লোকদের জেলে পুরেছেন।
এমন একজন আইপিএস অফিসার চাকরি ছেড়ে দিয়েছেন। অনেকে মনে করছেন তাঁর নিশ্চয়ই চাকরি করতে অসুবিধে হচ্ছিল। কেউ মনে করছেন, নিশ্চয়ই এমন কোনও বাধা পাচ্ছিলেন যে কাজ করতে পাচ্ছিলেন না।
ওই অফিসারের নাম শিবদীপ লান্ডে। তিনি বিহার পুলিশের পূর্ণিয়ার আইজি ছিলেন। তিনি দুদিন আগে ফেসবুকে পোস্ট করে চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। তবে তিনি বিহারেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। তিনি আগামী দিনে রাজনীতিতে যুক্ত হবেন কি না তা নিয়েও আলোচনা চলছে নানা দলের মধ্যে। এই নিয়ে দুমাসের মধ্যে বিহারে দুজন আইপিএস অপিসার চাকরি ছাড়লেন। তাঁর নাম কাম্যা মিশ্র। তিনি দ্বারভাঙা জেলার এসপি ছিলেন।