আমুদরিয়া নিউজ ডেস্ক : বিয়ের টোপ দিয়ে ফুঁসলে সহবাসের অভিযোগে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা ট্র্যােফিক গার্ডের এ এস আই তিনি।
গত শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম অমর বীর। গত জুলাই মাসে এক মহিলা অমরের বিরুদ্ধে অভিযোগ করেন, হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন ওই এএসআই। তদন্তের পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।