আমুদরিয়া নিউজঃ কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে বিশেষ অভিযান চালালো কোতওয়ালী থানার পুলিশ। সোমবার সকালে হাসপাতালের আউট ডোর খোলার কিছুক্ষণ পর সেখানে অভিযান চালায় পুলিশ।
এদিনের অভিযানে পুলিশ কয়েকজনকে আটক করেছে। কোতয়ালী থানার আইসি তপন পালের নেতৃত্বে পুলিশ আউট ডোর সহ পুরো হাসপাতাল চত্বর ঘুরে দেখে। হাসপাতালে আসা রোগী, তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন।
তাদের সুবিধা-অসুবিধা, অভিযোগ ইত্যাদি বিষয়ে খোঁজ নেয়। উল্লেখ্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের অনেক সময় দালালের খপ্পরে পড়ে সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ ওঠে। এতে হাসপাতালের নাম খারাপও হয়। দালাল চক্র বন্ধ করতে তাই এদিন পুলিশ অভিযান চালায়।