২৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ
আমুদরিয়া নিউজ : গাড়িতে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের সময়ে তা ধরে ফেলল ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার হল ২৫ কিলো গাঁজা। গ্রেফতার হয়েছে দুজন। ধৃতদের বিহারের পাটনায় বাড়ি। এদিন বিধাননগর এলাকায় পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি ছোট চারচাকা গাড়ি থেকে ওই গাঁজা উদ্ধার করে।
গাঁজা গুয়াহাটি থেকে পটনায় নেওয়া হচ্ছিল।