আমুদরিয়া নিউজঃ এই আধুনিক যুগেও গ্রাম গঞ্জের মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবনতা কমেনি। মাঝে মধ্যেই শোনা যায় ১৮ বছরের থেকেও কম বয়সে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এবার বাল্য বিবাহ রোধ করতে সচেতনতামূলক শর্ট ফিল্ম করল কোচবিহার কোতয়ালী থানার পুলিশ।
শর্ট ফিল্মের নাম, জয়ী দ্য উইনার। কোতয়ালী থানার আইসি তপন পাল স্বয়ং এই শর্ট ফিল্মে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন বর্তমানে কোচবিহার তথা উত্তর বঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়ার উজ্জ্বল বর্মন, এঞ্জেল প্রিয়া। আইসি তপন পালের মস্তিষ্ক প্রসূত কাহিনী অবলম্বনে ও উজ্জ্বল বর্মনের সঙ্গে যৌথ শিল্প নির্দেশনায় এই শর্ট ফিল্ম তৈরি হয়েছে। বিভিন্ন মহলে সমাদৃত হয়েছে জয়ী দ্য উইনার শর্ট ফিল্ম টি।