আমুদরিয়া নিউজঃ কালীপুজোতে নেশা ও জুয়ার আসর রুখতে উদ্যোগী ময়নাগুড়ি থানা। এই অভিযান চালানোর জন্য পুলিশের একটি টিম তৈরি করা হয়েছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় অভিযান চালাবে এই বিশেষ টিম। এছাড়া মোবাইল পেট্রোলিং ভ্যান ও বাইকের মাধ্যমেও নজরদারি চলবে।
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ির রামসাই এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল অবৈধ দেশি মদ উদ্ধার করে পূলিশ। প্রেম মুন্ডা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা ও জুয়ার আসর কোন মতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।