আমুদরিয়া নিউজ : এক মহিলা পুলিশকর্মী রাজস্থান স্টেট ট্রান্সপোর্টের বাসে উঠে ভাড়া দিতে চাননি। কন্ডাক্টরের সঙ্গে কথা কাটাকাটি হয়। কন্ডাক্টার বাস থামিয়ে তাঁকে নামিয়ে দিতে চান। তিনি নামেননি। সেই কথা কাটাকাটির ভিডিও ভাইরাল হতেই হরিয়ানায় রাদস্থান স্টেট ট্রান্সপোর্টের ৫০টি বাসকে ট্রাফিক আইন ভাঙা সহ নানা কারণে জরিমানা করা হয়।
যে খবর চাউর হতে রাজস্থানের দুটি জায়গায় হরিয়ানার ৪৭টি বাসকে জরিমানা করা হয়। ওই বাস কন্ডাক্টর-পুলিশকর্মীর তর্কাতর্কি সোশাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি কীভাবে শান্ত হয় সেটাই দেখার বিষয়।