আমুদরিয়া নিউজঃ দুর্গাপূজায় ঘোরা ফেরা হবে, খাওয়া দাওয়া হবে না তা কখনও হয়। এবারের পুজোতে দুর্দান্ত এক অফার দিচ্ছে শিলিগুড়ির শিব মন্দির এলাকার একটি দোকানে। সঙ্গে থাকছে কাস্টমাইজ করার সুযোগ। শিব মন্দিরের কম্বো কর্নার দিচ্ছে এই বিশেষ অফার। জানা গেছে, এক প্লেট ফ্রায়েড রাইস কিনলে ফ্রিতে পাওয়া যাচ্ছে চিলি চিকেন। সঙ্গে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এই ধরণের অফার পেয়ে স্বভাবতই খুশী ক্রেতারা।