আমুদরিয়া নিউজ : খ্যাতির চূড়ায় উঠে নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। অনেকদিন কাটিয়েছেন নেশা মুক্তি কেন্দ্রে। এবার নেশাগ্রস্ত অবস্থায় আর্জেন্টিনার একটি হোটেলের তিনতলার ব্যালকনি থেকে পড়ে মারা গেলেন জনপ্রিয় ইংলিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের পপ গায়ক লিয়াম পেইন (৩১)। ২০১০ সালে তরুণ প্রজন্মের বুকে ঝড় তুলেছিল ওই ব্যান্ড। বুধবার রাতের ঘটনা। ওয়ান ডিরেকশনের অন্যতম সদস্য নিল হোরানের সঙ্গে একটি কনসার্ট দেখতে বুয়েনস এয়ার্সে গিয়েছিলেন লিয়াম। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।