আমুদরিয়া নিউজ : তিরুপতি বালাজি মন্দিরে আগুন লাগায় আতঙ্ক ছড়াল। বেশ কয়েকমাস আগে প্রাণীজ তেল মেশানো প্রসাদ ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছিল। কিছুদিন আগেই ভিড়ের চাপে ভক্তদের পদপৃষ্ট হওয়ার ঘটনা। একের পর এক বিপদ যেন গ্রাস করছে দক্ষিণ ভারতের এই মন্দিরকে৷ সোমবার ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লেগে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় মন্দির চত্বর৷ উপস্থিত পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷তবে মন্দিরের কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়৷