আমুদরিয়া ডেস্কঃ নাম পাল্টানো চলছেই। ব্রিটিশ ভারতের হ্যাংওভার থেকে দেশকে মুক্ত করার জন্য নানা এলাকার নাম পাল্টানোর কথা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এবার আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে করা হল শ্রীবিজয় পুরম।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘোষণা করেছেন, এই জায়গাটি চোল রাজাদের নৌঘাঁটি ছিল, অনেক যুদ্ধ জয় হয়েছে এখানেই. স্বাধীন ভারতের প্রথম পতাকা তুলেছিলেন নেতাজি। এখানেই বীর সাভারকার জেলে ছিলেন। এই নাম পাল্টানোয় আন্দামানবাসীর কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখার বিষয়।