আমুদরিয়া নিউজ : ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য রাজ্য স্তরে একটি কোর কমিটি গঠন করলো তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি জেলা থেকেই এই কমিটিতে প্রতিনিধি রাখা হয়েছে। আলিপুরদুয়ার জেলা থেকে এই কমিটিতে স্থান পেলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক ও আলিপুরদুয়ারের বিধায়ক তথা বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। উল্লেখ্য, বৃহস্পতিবার কোলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় রাজ্য তৃণমূলের মহা সমাবেশ। এদিন এই সমাবেশ মঞ্চ থেকেই দলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংক্রান্ত কোর কমিটি গঠনের ঘোষনা করেন। তিনি জানান, এই কমিটিতে যাঁরা আছেন তাঁরা রোটেশন অনুসারে দলীয় কার্যালয়ে বসবেন ও ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ শুনবেন এবং সেগুলির সমাধানে উদ্যোগ গ্রহন করবেন। তাঁরা না পারলে দলনেত্রীকে জানাবেন।
এদিন দলনেত্রী জানান বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে অনেক ভোটারের নাম তালিকায় ঢুকিয়েছে। এর বিরুদ্ধে এই কোর কমিটি তদারক করবে ও ভুয়ো ভোটারদের চিহ্নিত করনের কাজ করবে।