আমুদরিয়া নিউজ : বিহারে বিষ-মদে মৃতের সংখ্যা বেড়ে হযেছে ২৫ জন। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সিওয়ান ও সরন জেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা ঘটনা। কিন্তু, দু জায়গায় বিষ মদ খেয়ে এত মৃত্যু হয়েছে। অসুস্থ শতাধিক। তা নিয়েই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তোপ দেগেছেন জন সূরয পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, খাতায়-কলমে বিহারে মদ বন্ধ আছে, বাস্তবে কি হচ্ছে সেটা এত মৃত্যুর ঘটনাই প্রমাণ করছে। প্রশান্ত কিশোর অবশ্য আগেই ঘোষণা করেছেন, তাঁরা বিহারে ক্ষমতাসীন হলে সঙ্গে সঙ্গেই বিহারে মদ বন্ধের নিষেধাজ্ঞা তুলে দেবেন।