আমুদরিয়া নিউজ : তিনি ভোটকুশলী হিসেবে ভারত বিখ্যাত। বিদেশেও নামডাক আছে। কিন্তু, রাজনৈতিক দলের নেতা হিসেবে একেবারেই নতুন। উপরন্তু, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হিসেবে একদম নবাগত। ফলে, বিহারের চারটি বিধানসভার উপনির্বাচনে প্রশান্ত কিশোরের দল জনসূরয পার্টির রেজাল্ট কেমন হয় সে দিকে নজর ছিল অনেকেরই। প্রশান্ত কিশোরের পক্ষে দুঃখের বিষয় হল, সব কটি আসনেই তাঁর দলের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে।
কিন্তু, জনসূরয পার্টির অনেকে আশার আলো দেখছেন। কারণ, প্রথমবার ভোটে নেমে, তাও আবার দল গড়ার এক মাসের মাথায় রেজাল্ট খুব খারাপ হয়নি। এবার বিহারের তারারি, বেলাগঞ্জ, ইমামগঞ্জ, রামগড়ে উপনির্বাচন হয়েছে।
বেলাগঞ্জে পিকের দলের মহম্মদ আমজাদ ১৭,৮২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ওই আসনে জেডিইউ প্রার্থী প্রায় ৭৪ হাজার ভোটে জিতেছেন। ইমামগঞ্জে পিকের দলের জিতেন্দ্র পাশোয়ান পেয়েছেন ৩৭, ১০৩টি ভোট। তিনিও তৃতীয় স্থানে। ওই আসনে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেডিইউ নেতা জিতনরাম মাঝির পুত্রবধূ দীপা মাঝি। রামগড়ে জনসূরয় পার্টির প্রার্থী পেয়েছেন ৬৫১৩টি ভোট। তারারি আসনে পিকের দলের মিলেছে ৫৫৯২টি ভোট। সব মিলিয়ে শুরুটা খুব খারাপ হয়নি বলে পিকের দলের কয়েকজন মনে করছেন। আগামী বছর বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা অক্টোবর নাগাদ। সে ক্ষেত্রে পিকের দল কি স্ট্রাটেজি নিয়ে এগোয় সেটাই এখন দেখার।