আমুদরিয়া নিউজ : দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। যার মধ্যে আছে আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’ ইত্যাদি। আমেরিকার সংবাদ সংস্থা জানিযেছে, দাবানলের কারণে বেশ কয়েকটি সিনেমা ও সিরিয়ালের শুটিং বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া সিনেমা, সিরিজের মধ্যে আছে ‘হ্যাকস’, ‘টেড’, ‘সুইটস: এলএ’, ‘হ্যাপি প্লেস’, ‘ফলআউট ২’, ‘আফটার মিডনাইট’।