আমুদরিয়া নিউজ : আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শপথ অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্ট সি চিন পিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে ফের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রাম্পের দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট শপথ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে জানান, ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের মিত্র নয়, প্রতিপক্ষ এবং প্রতিযোগীদের সঙ্গেও কথা বলতে চান। কিন্তু, ট্রাম্প সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
