আমুদরিয়া নিউজ : দোকানে এসে দোকানদারকে এক খুদে জিজ্ঞাসা করল, হরিকাকা একটা ডিমের দাম কতো ? দোকানদার বলল, ৭ টাকা। খুদে বলল, আর এক প্যাকেট বিস্কুট ? দোকানদার বলল, ৫ টাকা। খুদে বলল, তাহলে একটা বিস্কুট দাও। দোকানদার দিলেন। এবার ওই খুদে পকেট থেকে একটা ডিম বের করে বলল, এটা থেকে ৫ টাকা কেটো ২ টাকা ফেরত দাও। দোকানদারের ধর্মসংকট। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কমেন্ট, ওমলেটের দাম আরও বেশি। সেটা দিলে আরও বেশি টাকা ফেরত আসতো।
