আমুদরিয়া নিউজ : ফি বছর দিওয়ালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে কাটান। এবার দেশের প্রধানমন্ত্রীকে দেখা গেল গুজরাতের পাক সীমান্তে। সেখানে তিনি সেনাদের সঙ্গে দেওয়ালি উদযাপন করেছেন। এদিন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের পরে গুজরাটের কচ্ছের সীমান্ত এলাকায় গিয়ে সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন। সেখানেই দেওয়ালি উদযাপন করেন তিনি।