আমুদরিয়া নিউজ : জি-20 শীর্ষ সম্মেলন ও তিন দেশের সফর সেরে আজ দেশে ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরধানমন্ত্রীর এই সফর শুরু হয়েছিল নাইজেরিয়া দিয়ে। সেখান তেকে তিনি যান ব্রাজিলে। সেখানে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন। এর পরে গায়না সফরে যান তিনি। এই গায়নার গত ৫০ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সফর করলেন।
