আমুদরিয়া নিউজ : বার্জিলের দক্ষিণ দিকে গ্রামাদো শহরে রবিবার একটি প্রাইভেট বিমান উঁচু বাড়ির চিমনির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। তাতে বিমানের পাইলট সহ ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের একজন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনিসহ তার স্ত্রী ও তাদের তিন কন্যার মৃত্যু হয়েছে। পরিবারের আরও অন্য সদস্যও মারা গিয়েছে। বিমানটি একটি বাড়ি ও দোকানের উপরে ভেঙে পড়ায় ১৭ জন জখম হন।