আমুদরিয়া নিউজ : কেরলের ওয়েনাডে উপনির্বাচনে ৩ লক্ষ ৫৭ হাজার ৫৮০ ভোটে জিতলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী। বিজেপির প্রার্থী ৬৩ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে। রাহুল গান্ধী দুটি আসনে জেতায় একটি থেকে পদত্যাগ করতে হয়েছিল। তাই ওই আসনে উপনির্বাচন হয়। প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম কোনও ভোটে দাঁড়ালেন। ফলে, তাঁর বিপুল জয়ের পরে কংগ্রেসের নেতা-কর্মীরা উদ্দীপিত।