আমুদরিয়া নিউজ : আসাদ পরিবারের শাসনের অবসারে পরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পবিত্র রমজানকে ঘিরে বেশ উদ্দীপনা রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সিরিয়ার এক আইনজীবী সাহার দিয়াব দামেস্কের বিখ্যাত উমাইয়া মসজিদ পরিদর্শন করে সেই অনুভূতি জানিয়েছেন। তিনি জানান, আসাদ পরিবারের শাসনের অবসানের পর তাঁর দেশের প্রথম রমজানে ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে তিনি নতুন কিছু অনুভব করেছিলেন যা কি না স্বাচ্ছন্দ্যের অনুভূতি। তিনি এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আচার-অনুষ্ঠানগুলি অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে,। তিনি বলেছেন, “আগে, আমরা যা বলতে পারি, তাতে সীমাবদ্ধ ছিলাম। … এখন, স্বাধীনতা আছে।” যদিও এখনও সিরিয়ায় বেশ কিছু এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সিরিয়ার আইনজীবী সংবাদ সংস্থাকে জানান,তা সত্ত্বেও এই পবিত্র রমজান, প্রতিদিনের রোজা এবং উচ্চতর ইবাদতের মুসলিম পবিত্র মাসটা সিরিয়াবাসী অতীতের চেয়ে একটু ভালভাবে কাটাবেন বলে তাঁর ধারনা।
