আমুদরিয়া নিউজঃ ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের হয়ে প্রচারে গিয়ে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিন দিনহাটা ১নং ব্লকের পুটিমারী ২নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন উদয়ন বাবু। অভিযোগ, ওই সভাতে তিনি প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থীকে ভোট দিলে রাস্তা করে দিবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা যাচ্ছে বলে খবর। আপত্তি জানিয়েছে বিরোধীরা।
এই ঘটনায় নির্বাচনী আচরণ বিধী লঙ্ঘন হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। ফরওয়ার্ড ব্লকের কোচবিহারের সভাপতি দীপক সরকার বলেন, উদয়ন বাবু প্রচারে গিয়ে বলছেন রাস্তা করে দিবেন। এটা নির্বাচনী আচরণ বিধী লঙ্ঘন করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে তার নামে অভিযোগ জানাবো।