আমুদরিয়া নিউজ : নদী বাঁধের দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চেংমারি গ্রামের ঘটনা। সেখানে রায়ডাক দুই নম্বর নদীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে নদীর পারে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা।
তাঁদের অভিযোগ, জেসিবি সহ বিভিন্ন খনন যন্ত্রের সাহায্যে অপরিকল্পিতভাবে নদী গর্ভ ও নদীখাত থেকে খনন করে তোলা হচ্ছে বালি পাথর। এর ফলে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। সামনেই আসছে বর্ষা। বর্ষায় পাহাড়ি নদী রায়ডাক হয়ে ওঠে ভয়ঙ্কর। শুরু হয় ভাঙ্গন লীলা। বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই নদী ভাঙন চলছে। তারা সেচ দফতরের কামাখ্যাগুড়ির বিভাগীয় আধিকারিককে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফের সেচ দফতর সহ প্রশাসনিক স্তরে দ্রুত বাঁধ নির্মাণের জন্য আবেদন জানানো হবে।

নদী বাঁধের দাবিতে বিক্ষোভ
Leave a Comment