আমুদরিয়া নিউজ : মাকে চামচে করে খাবার খাইয়ে দিচ্ছিল তার খুদে কন্যা। খুব তাড়াতাড়ি চামচে করে মায়ের মুখে ঢুকিয়ে দিচ্ছিল খাবার। মা আর পারেন না। বলে ওঠেন, একটু আসতে বাবা। মেয়ের তৎক্ষণাৎ জবাব, আমি যখন খাই তখন তুমিও তাড়াতাড়ি মুখ চালাতে বলো। মা বলেন, সরি। ভেরি সরি। মেয়ে শুনবেই না। সে হাত চালাতে চালাতে বলে, জলদি জলদি করো। ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, খুদে মেয়ের হালকা মেজাজের ক্যাজুয়াল প্রতিশোধ।
