আমুদরিয়া নিউজ : আরজিকর কান্ডের রেশ কোনোভাবেই কমছে না। দুর্গাপুজো, কালীপুজোর পর ভাইফোঁটাতেও জ্বলছে প্রতিবাদের শিখা। ভাইফোঁটায় খাবারের পাতে জায়গা করে নিয়েছে স্পেশাল মিষ্টি জাস্টিস। ভাইফোঁটা আসলেই স্পেশাল মিষ্টি বানাতে দেখা যায় বিভিন্ন দোকানে। আরজিকর কান্ডের প্রতিবাদের আঁচ এবার মিষ্টিতে।
অশোকনগরের একটি মিষ্টির দোকানে পাওয়া গেল জাস্টিস লেখা সেই মিষ্টি। ক্ষীরের এই মিষ্টিতে সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মিষ্টতা কম বলে জানা গেছে। প্রতিবাদী থেকে শুরু করে অনেকেই এই মিষ্টি কিনতে দোকানে ভিড় করেন।