আমুদরিয়া নিউজ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন হয়েছে। প্রাথমিকভাবে ওই আবেদন শোনা হবে বলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে।। ওই আবেদনে বলা হয়েছে, যাদবপুরের ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও পুলিশ আউট পোস্ট বসানোর দাবি করা হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ার আর্জি জানানো হয়েছে।