আমুদরিয়া নিউজ ডেস্কঃ এবার নারকীয় নারী নির্যাতনের ঘটনা মধ্য প্রদেশে। সেখানে দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মাদক খাইয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করল এক যুবক। অনেকেই ওই ঘটনা দাঁড়িয়ে দেখেছেন, কেউ কেউ ভিডিও করেছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও করা হয়েছে। কিন্তু ঘটনার সময় কেউ বাধা দিতে যায় নি। মধ্যপ্রদেশের উজ্জয়নীর কয়লা ফটক এলাকার ওই ঘটনা নিয়ে স্তম্ভিত গোটা দেশ। পুলিশ অভিযোগ পেয়ে লোকেশ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন, কাগজ পরিত্যক্ত প্লাস্টিক কুঁড়িয়ে জীবিকা নির্বাহ করেন ওই নির্যাতিতা। সম্প্রতি ওই যুবকের সাথে তাঁর কথা হয়। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরেই তাঁকে মাদক খাওয়ায় ওই যুবক। তারপর অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়।
আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। এরাজ্যে তো বটেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রতিবাদে মুখোর হয়েছেন। তারমধ্যে ফের একবার এই নারকীয় ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।