আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের সিল্ক দুনিয়া জুড়ে বিখ্যাত। সেই জেলাতেই এ বার পুজোর মণ্ডপ করা হয়েছে রেশম গুটি দিয়ে। গোটা মণ্ডপ জুড়ে কাপড়ের উপর বসানো হয়েছে আসল রেশমের গুটি। মণ্ডপে দেবী দুর্গার প্রতিমায় মাটির অলঙ্কার। আধুনিক আলোর ২৮তম বর্ষে তাঁরা মণ্ডপ সাজিয়েছেন ৬০ হাজার রেশম গুটি দিয়ে।
