আমুদরিয়া নিউজ : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কাতেই আহত হয়েছেন দলের দুই সাংসদ বলে থানায় অভিযোগ করল বিজেপি। বিজেপির অনুরাগ ঠাকুর ও ৩ বিজেপি সাংসদ সংসদ মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জমা দেন। বিজেপির দুই আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজু দাবি করেছেন, রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর জখম হয়েছেন। কোনও সাংসদ কীভাবে সংসদ চত্বরে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে। আপনি কি কুংফু-ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্যই শিখেছেন? বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুই জখম সাংসদই হাসপাতালে ভর্তি।