আমুদরিয়া নিউজ : মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ৪৭৪ রান তাড়া করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। কিন্তু, নীতীশ রেড্ডির সেঞ্চুরি, ওয়াশিংটন সুন্দরের লড়াই ভারতকে ম্যাচে ফেরাল। ১৮১ বলে সেঞ্চুরি করে নীতিশ সেলিব্রেট করেন বাহুবলীর ঢঙে। তার আগে হাফ সেঞ্চুরির সময়ে তিনি সেলিব্রেট করেছেন পুষ্পার কায়দায়।
এদিন আলো অপর্যাপ্ত থাকায় জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। তৃতীয় দিনের শেষে ১০৫ রানে অপরাজিত রয়েছেন রেড্ডি। ২ রানে মহম্মদ সিরাজ নট আউট রয়েছেন। ৯ উইকেট ৩৫৮ রান ভারতের। এখন ১১৬ রানে পিছিয়ে ভারত।