আমুদরিয়া নিউজ : আমেরিকার উদ্যোগে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন। রাশিয়াও শর্তসাপেক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাবে সহমত হবে বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংবাদ সংস্থার খবর অনুসারে, পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্টের ভূমিকার কথাও আমি বলব। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। দু-তরফেরই বিপুল ক্ষতি হয়েছে ও হচ্ছে। এখন দেখার যুদ্ধ বিরতি কবে কার্যকর হয়।
