আমুদরিয়া নিউজ : ব্রিকসের বৈঠকে যোগ দিতে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের হিন্দি সিনেমা নিয়ে বিশদে কথা বলতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকসের সম্মেলনের প্রাক্কালে শুক্রবার পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনে পুতিন এ কথা জানান।
তিনি এটাও জানিয়ে দেন, রাশিয়ায় একটি চ্যানেল রয়েছে যেখানে ২৪ ঘম্টাই হিন্দি সিনেমা চালানো হয়। রাশিয়ায় মুম্বইয়ের সিনেমা খুবই জনপ্রিয় বলে তিনি জানান।