আমুদরিয়া নিউজ : উত্তর কোরিয়া কোভিড মহামারীর পর প্রথমবারের মতো পিয়ংইয়ং আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করেছে। প্রায় ২০০ বিদেশি দৌড়বিদকে তাঁরা স্বাগত জানিয়েছে। কোভিড-১৯ মহামারীর পর থেকে তাঁদের দেশের সীমান্ত মূলত বন্ধ ছিল। এই ম্যারাথনটি ১৯৮১ সালে শুরু হয়েছিল। প্রতি বছর এপ্রিল মাসে দেশের প্রতিষ্ঠাতা নেতা কিম দ্বিতীয় সুং-এর জন্ম স্মরণে ম্যারাথন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
