আমুদরিয়া নিউজ: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়ার জন্য বারেবারেই হুমকি পাচ্ছেন আইনদীবী রবীন্দ্রনাথ ঘোষ। তাতে কি! তিনি আদালতে সন্ন্যাসীর হয়ে সওয়াল করার ব্যাপারে অনড় বলে জানিয়ে দিলেন। দুদিন আগে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ব্যারাকপুরে এসেছেন রবীন্দ্রনাথবাবু। তাঁকে সংবাদ মাধ্যম এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়ে দেন, আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে তিনি ফের সন্ন্যাসীর জামিনের জন্য সওয়াল করবেন।
তিনি জানান, চট্টগ্রামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। তা দুর্ভাগ্যজনক। তবে তিনি কীভাবে কার আঘাতে মারা গিয়েছেন সেটা প্রমাণ হওয়ার আগেই কী করে বলা হতে পারে যে হিন্দুদের আঘাতে মারা গিয়েছেন তিনি। তিনি এটাও জানান, ওই ঘটনায় ৭১ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।