আমুদরিয়া নিউজ : বলিউড ছেড়ে লন্ডনে থিতু হওয়া অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন। সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাধিকার সিনেমা সিস্টার মিডনাইটের স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। রেড কার্পেটে হাঁচার সময়ে তাঁর বেবি বাম্প স্পষ্ট হয়েছে। ব্রিটেনের জনপ্রিয় সংগীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছেন তিনি। লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন।