আমুদরিয়া নিউজ : মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সহরই এলাকায় থাকা বিস্কুটের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন প্রথমে য়ায়। এর পরে আরও দুটি পৌঁছয়। চারটি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রচুর ক্ষতি হয়েছে কারখানার। প্রাথমিকভাবে দমকল অনুমান করছে, কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।