আমুদরিয়া নিউজ : আবারও রেল অবরোধ শুরু করে দিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, পৃথক কোচবিহার রাজ্য। তাই বুধবার সকাল থেকে অসম বাংলা লাগোয়া জোড়াই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। তার জন্য ট্রেন চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা পর্যন্ত অবরোধ তোলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ-প্রশাসন। অতীতে নিউ কোচবিহার স্টেশনে প্রায় চার দিন ধরে রেল অবরোধ করেছিল জি সি পি এ। সেবার জি সি পি এর অবরোধ তোলাতে চারদিনের মাথায় পুলিশ আসরে নেমেছিল। জিসিপিএ নেতা বংশীবদন বর্মন তখন গা ঢাকা দিয়েছিলেন। এবার কী হবে তা স্পষ্ট নয়।
রেলসূত্রে জানা গিয়েছে, অবরোধের জেরে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হতে পারে। ইতিমধ্যেই বুধবার নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। ৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও বাতিল। বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
জিসিপিএ জানিয়েছে, তাদের নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে রেল অবরোধ শুরু হয়েছে। ঘটনাচক্রে, বংশীবদন বর্মনের সঙ্গে তৃণমূলের এখনও সুসম্পর্ক রয়েছে। কিন্তু, তৃণমূল গ্রেটারের রেল অবরোধকে সমর্থন করেনি। তৃণমূলের এক মুখপাত্র জানান, অবরোধের মাধ্যমে আমজনতার ভোগান্তি হোক তা তাঁরা চান না।