আমুদরিয়া নিউজ: বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে ঢেকে গেল মাঠ। ব্যাট করতে নেমেও রান করতে পারেনি নিউজিল্যান্ড। চার বল হতেই কমে আসে আলো।
খেলা বন্ধ করেন আম্পায়ার, যার জেরে অসন্তুস্ট টিম ইন্ডিয়া। আম্পায়ারের সঙ্গে বারবার কথা বলেও খেলা শুরু করাতে পারলেন না রোহিত-বিরাট।