আমুদরিয়া নিউজ : কুমারগ্রাম ব্লকের নতুন বিডিও হিসাবে সোমবার দায়িত্ব গ্রহন করলেন রজত কুমার বালিদা। জানা গেছে তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বদলি হয়ে কুমারগ্রামের বিডিও হিসাবে কাজে যোগ দেন। উল্লেখ্য মাস কয়েক আগে কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। তার স্থলে ডেপুটেশন এ পাঠানো হয় অবিনাশ কুমার আই এ এস কে। তিনি শিক্ষানবিশ হিসেবে কুমারগ্রামের বিডিও র দায়িত্ব নেন। সোমবার অবিনাশ কুমার এর থেকে বিডিও র দায়িত্ব গ্রহন করলেন রজত কুমার বালিদা। এদিন বিডিওকে তার দপ্তরে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহকারী সভাপতি জয় প্রকাশ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
