আমুদরিয়া নিউজ : সুকনায় সেনা ছাউনিতে দশেরা উপলক্ষে শস্ত্র পুজো করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে দশেরার শুভ তিতিতে তিনি শস্ত্র পুজো করেন সেনা ছাউনিতে। ভারতীয় সেনাবাহিনীতে এই শস্ত্র পুজো দেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে অস্ত্রের প্রতি শ্রদ্ধার অন্যতম প্রতীক। প্রতিরক্ষা মন্ত্রী কলস পুজোর মাধ্যমে এর সূচনা করেন। তার পরেই হয় শস্ত্র পুজো ও বাহন পুজো। অধুনিক পদাতিক বাহিনী, আর্টিলারি এবং যোগাযোগ ব্যবস্থা, আধুনিক ড্রোন প্রযুক্তি নানা সামরিক সরঞ্জাম সামনে রেখে প্রার্থনাও করেন। সেনা কর্তাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী।
তিনি সশস্ত্র বাহিনীর সতর্কতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন বারবার। তিনি এটাও ঘোষণা করেন, আমাদের দেশ ভারত ঘৃণা কিংবা অবজ্ঞা করে কোনও দেশকে কখনও আক্রমণ করেনি। ভারত তখনই লড়াই করেছে, যখন কেউ ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের অপমান অথবা ক্ষতির চেষ্টা করেছে। শুক্রবার সিকিমে যাওয়ার কথা ছিল তাঁর। সেনা সূত্রে জানানো হয়েছে, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁর সিকিম যাওয়া হয়নি। তিনি সুকনায় রাতে থাকেন। শনিবার তিনি ফিরে যাবেন বলে জানা গিয়েছে।