আমুদরিয়া নিউজঃ রাজবংশী কাব্যগ্রন্থ প্রকাশিত হল বইমেলায়। শুক্রবার সন্ধ্যায় কোচবিহার জেলা বইমেলাতে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কবি শিবু শর্মার রাজবংশী কবিতার বই ‘শারো পকির ডিমা’ এদিন মেলা প্রাঙ্গনে প্রকাশিত হয়। গ্রাম বাংলার অতি পরিচিত শালিক পাখিকে নিয়ে কবিতাটি লেখা হয়েছে। যা পাঠকদের আনন্দ দান করবে। এর আগেও তার লেখা রাজবংশী কবিতা পাঠকদের প্রশংসা অর্জন করেছিল। এদিন এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক লেখক ভগীরথ দাস, কবি মাধবী দাস, লেখক জগদীশ আসোয়ার, পত্রিকা সম্পাদক আমিনুল রহমান ও আরও অনেকে।
রাজবংশী ভাষার উত্তরবঙ্গের স্বনামধন্য লেখক জগদীশ আসোয়ার এদিন তার বক্তব্যে কবি শিবু শর্মার পূর্ববর্তী কবিতার ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি নতুন প্রকাশিত কাব্যগ্রন্থটি পাঠকদের মনোগ্রাহী হবে বলে আশা করেন। একই সঙ্গে কাব্যগ্রন্থের নামে যেই পাখির উল্লেখ রয়েছে, তার বিষয়ে তার রসালো বক্তৃতা রাখেন।