আমুদরিয়া নিউজ : স্বামী মোবাইল দেখতে দেখতে হাসছিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, হাসছো কেন ? স্বামী বললেন, আরে এক আজব প্রশ্ন দেখলাম ইন্টারনেটে। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কী দেখলে ? স্বামী বললেন, রমেশের একটা মুরগি ছিল। সেটা পরেশের ঘরে গিয়ে পাঁচটা ডিম পারল। বল এবার ডিমটা কার ? স্ত্রী বললেন, পরেশের ঘরে গিয়ে পেড়েছে যখন ডিমগুলো পরেশের। স্বামী হেসে উঠলেন। বললেন, ডিমগুলো রমেশেরও না পরেশেরও না। ডিমগুলো মুরগির ডিম।
