আমুদরিয়া নিউজ : ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত তাহাউর হোসেন রানার বহু বছর ধরে চলা প্রত্যর্পণ প্রক্রিয়া বুধবার শেষ হল। ভারতীয় তদন্তকারী সংস্থা তাঁকে ফেরাতে হেফাজতে নিয়েছে। তাঁকে ফেরত আনা বিমানটি বুধবার আমেরিকা থেকে রওনা দিয়েছে। আজ সেই বিমান ভারতে পৌঁছাবে। দিল্লি ও মুম্বাইয়ের কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমে তাঁকে জাতীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রাখা হবে। আদলতে হাজির করানোর পরে তাঁকে তিহার জেলে রাখার প্রস্তুতি শুরু হয়েছে।
