আমুদরিয়া নিউজ: এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের মহিষমারি এলাকা। নিহত কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে টিউশন পড়তে গিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকজন। অভিযোগ, বেশ কিছুক্ষণ নাবালিকাকে খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে গেলে ফিরিয়ে দেন পুলিশকর্মীরা।
এর পর শনিবার সকালে বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে পুকুর থেকে উদ্ধার হয় কিশোরীর নিথর দেহ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এর পরই স্থানীয় পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। এক পুলিশকর্মীকে ঝাঁটাপেটাও করেন স্থানীয় মহিলারা।