আমুদরিয়া নিউজ : প্লে স্কুলের ৩ বছরের ছাত্রীকে ধর্ষণের খাবারের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নয়দায়। গত গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। শিশুটি অসুস্থ হয়ে পড়ায় বাড়ির লোকজন ডাক্তারের কাছে নিয়ে যান।
সেখানে ডাক্তার জানান, শিশুটির উপরে যৌন অত্যাচার হয়েছে। বাড়ির লোকজন শনিবার স্কুলে অভিযোগ করতে গেলে ক্লাস টিচার কিছু শুনতে চাননি। উল্টে বাড়ির লোককে দোষারোপ করেন। এর পরে তারা সেখানে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে তদন্তে নামে।
শিশুটিকে বললে সে তস্কুলের এক কর্মীকে দেখিয়ে জানানয়, সে তাকে খাবার দেওয়ার টোপ দিয়ে দুবার ব্যাথা দিয়েছে। পুলিশকে সে কীভাবে কোথায় কী করা হয়েছে তা জানায়। এর পরে পুলিশ ওই কর্মী ও ক্লাস টিচারকে গ্রেফতার করেছে।