আমুদরিয়া নিউজ ব্যুরো : ধর্ষণের মামলায় ফ্রান্সের একটি গ্রাম উত্তাল হয়ে উঠেছে।
অভিযোগকারিণীর বয়স ৭২ বছর। তাঁর অভিযোগ, তাঁকে দিনের পর দিন মদ ও মাদক মেশানো খাবার খাইয়ে তাঁর স্বামী ৮০ জনকে দিয়ে ধর্ষণ করিয়েছেন। প্রায় ১০ বছর ধরে ওই কাজ করানো হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগননের প্যালেস অব জাস্টিসে মামলাটির বিচার চলছে।
একটি বেসরকারি সংস্থার সূত্র অনুসারে, এই মামলায় অভিযুক্তদের নাম ওই মহিলা তালিকা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন চুপ খথাকার পরে শেষ বয়সে এসে তিনি সুবিচারের জন্য অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণকারীর তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা এলাকারই বাসিন্দা। তাতেই ছোট্ট গ্রামে হইচই পড়েছে। পাড়া-পড়শিদের অনেকের নামই রয়েছে।
ওই এলাকার মেয়র অবশ্য গ্রামের সুনাম রক্ষার চেষ্টা করেছেন। তাঁর দাবি, অভিযুক্তদের বেশির ভাগই গ্রামের বাইরের। এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। কারণ, ধর্ষণখারী গ্রামের হোক কিংবা বাইরের তাতে অপরাধ লঘু হয় না।
ফ্রান্সের পুলিশ ওই মহিলার স্বামী সহ কয়েকজনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। অভিযোগকারিণীর মেয়েও মায়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, বছরের পর বছর ধরে তাঁর মাকে যাঁরা ধর্ষণ করেছে তাঁদের কঠোর সাজা হওয়া দরকার। ওই গ্রামের মহিলারা এখন তাঁদের বাড়ির পুরুষদের অনেককেই সন্দেহ করছেন। ফলে গ্রামে থমথমে আবহাওয়া।