আমুদরিয়া নিউজ : নাবালিকা ভাইঝির হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল পিসেমশাইয়ের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘটনা। ৬ অক্টোবর ঘটেছে। কিশোরীটি ঠাকুমার সঙ্গে পিসির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল। রাতে সেখানেই ছিল।
পরদিন বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বালিকার পিসেমশাই তাকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি জায়গায় নিয়ে যান। সেখানে একটি বাগানে নাবালিকার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।