আমুদরিয়া নিউজ : অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের দিকে এগোচ্ছে বিরল ধরনের ঘূর্ণিঝড়। আলফ্রেড নামের এই ঘূর্ণিঝড় শুক্রবার রাতে অথবা শনিবার ভোরে উপকূলে আছড়ে পড়তে পারে। শুরু এর গতি ধীর হলেও চিন্তার বিষয় হল, এর গতি ধীরে ধীরে আরও বাড়বে। ফলত সেইসব এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে।