আমুদরিয়া নিউজ : গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন কোচবিহারের রাসচক্রের নির্মাতা আলতাফ মিঞা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন থেকে জটিল রোগে অসুস্থ আলতাফ মিঞা। শারীরিক অসুস্থতার কারণে চলাফেরা একরকম বন্ধ। আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবারও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানার পর জেলা প্রশাসনের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরের রাসচক্রের সঙ্গে পুরোপুরি জড়িয়ে আছে আলতাফ মিঞা। রাজ আমল থেকে বংশ পরম্পরায় আলতাফ মিঞার পরিবার এই রাসচক্র তৈরি করে আসছে। আলতাফ মিঞা নিজেও দীর্ঘ কয়েক বছর ধরে এই রাসচক্র তৈরি করছিলেন। কিন্তু জটিল রোগে আক্রান্ত আলতাফ মিঞা অসুস্থতার কারণে দুই বছর থেকে আর রাসচক্র তৈরি করতে পারছেন না। এখন রাসচক্র তৈরি করার দায়িত্ব ছেলে আমিনুরের কাঁধে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার পরিবারের লোকজন থেকে শুরু করে কোচবিহার সাধারণ মানুষ।